১৯ লাখ রাষ্ট্রহীন ভারতীয় কোথায় যাবে
আসামের নাগরিক অধিকার রক্ষা কমিটির সচিব সাধন পুরকায়স্থ বলেছেন, আসামে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির কোপে যারা ‘বিদেশি’ তকমা পাচ্ছে, তারা যুগ যুগ ধরে আসামে বসবাস করছে। কেন ওরা বিদেশি হবে? তাঁর প্রশ্ন, রাষ্ট্রহীন এই ১৯ লাখ ভারতীয় কোথায় যাবে? তাই তিনি মনে করেন, এই অধিকার আদায়ের জন্য শুধু আসাম নয়, দেশব্যাপী এনআরসির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আজ শনিবার বিকেলে তিনি প্রথম আলোর সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেছেন। সাধন পুরকায়স্থ বলেন, ‘কাছাড় জেলার দুবারের বিধায়ক (এমএলএ) আতাউর রহমান এনআরসির কোপে পড়ে ভারতীয় নাগরিকের তালিকায় নাম তুলতে পারেননি। তাঁকে রাখা হয়েছে বিদেশির তালিকায়। আবার আসামে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর ছেলে ভবতোষ চক্রবর্তী নাম তুলতে পারেননি এনআরসির তালিকায়। এমনই হাজারো মানুষ আসামে যুগ যুগ ধরে বাস করলেও তাদের রাখা হয়েছে বিদেশি তালিকায়। এটা আমরা মানব কীভাবে?’ তিনি প্রশ্ন তোলেন, ‘অসমিয়ারা এখন নতুন একটি খেলায় মেতেছে। বিদেশি নাগরিক তৈরির খেলা। এটা মানা হবে না। আমরা চাইছি যে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনকে বাদ দেওয়া হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করা হোক এনআরসির তালিকায়।
দুঃখজনক ঘটনা
উত্তরমুছুনজি সম্মানিত ভাই🙄
মুছুন