★ গ্রুপে মোডারেট হয়ে কেউ কাজ করার আগ্রহ দেখালেই হুট করে গ্রুপে নিবেন না। ★ গ্রুপে মোডারেট নিতে হলে তার রিয়াল এন আইডি কার্ড বা জন্ম নিবন্ধ...
★ গ্রুপে মোডারেট হয়ে কেউ কাজ করার আগ্রহ দেখালেই হুট করে গ্রুপে নিবেন না।
★ গ্রুপে মোডারেট নিতে হলে তার রিয়াল এন আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের কপি দেখে নিবেন, আইডি নাম এবং জন্মতারিখ ফেসবুক আইডির সাথে হুবহু মিল থাকতে হবে।
★ কাজের অভিজ্ঞতা কতোটুকু পরীক্ষা নিয়ে নেবেন, ফেসবুক স্ট্যান্ডার্ড কমিউনিটি রুলস সম্পর্কে ধারনা আছে কীনা, ফেসবুক কোন ধরনের পোস্ট গ্রহণ করে, এবং কোন ধরনের পোস্টে আপত্তি করে সে বিষয়ে ধারনা আছে কীনা জেনে নেবেন।
★ পোস্ট এপ্রুভ আর ডিলিট করার কাজটি মোডারেট হলে যে কেউ করতে পারে, পরীক্ষা করে নিন কতোটা দ্রুত গতিতে নিজের বিবেক বুদ্ধি অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানসম্মত পোস্ট এপ্রুভ এবং আপত্তিকর পোস্ট ডিলিট করে পেন্ডিং ক্লিয়ার রাখতে পারে।
★ বাচাল, ঝগড়াটে, কম শিক্ষিত, বেয়াদব টাইপের কাউকে গ্রুপে নিবেন না।
★ নতুন মোডারেট নিয়ে তাকে দুই মাস অবজারভেশনে রাখুন কাজ সন্তোষজনক হলে এডমিন প্যানেল চ্যাটে এড করবেন,
তার আগে চ্যাটে এড করবেন না।
★ শর্ত সাপেক্ষে মোডারেট নিবেন, শর্ত একটাই, কাজ সন্তোষজনক হলে গ্রুপে পার্মানেন্ট করবেন অন্যথায় বিনা কৈফিয়তে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দিবেন।
★ এখন সিস্টেম অনুযায়ী এডমিন মোটারেট দের একটিভির উপর গ্রুপের স্থায়ীত্ব নির্ভর করে, তাই কোনরকম ভুল কাজ গাফিলতি কোনমতেই ছাড় দেয়া যাবেনা।
#বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ গ্রুপ গুলোর প্রতি যে কঠোর মনোভাব পোষণ করছে তাতে কয়েকমাস পর আদৌ কোন গ্রুপ ফেসবুকে থাকবে কীনা ভাবার বিষয়। তবুও যারা গ্রুপ না চালালে পেটের ভাত হজম হবেনা, তারা ১০০% সাবধানতার সাথে গ্রুপ পরিচালনা করবেন।
অটো এপ্রুভাল সুবিধা দেয়া কোন মেম্বারগণ সুবিধার অপব্যবহার করলে তাদের অটো এপ্রুভাল পাওয়ার বাতিল করে দিন। অটো মেম্বাদের উপর ভরসা করে তাদের উপর গ্রুপ ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকবেন এমন ভাবার সুযোগ নেই। এখন থেকে গ্রুপের পিছনে এডমিন মোডারেট দের গায়ে খাটতে হবে।
নইলে গ্রুপ চালানোর চিন্তা বাদ দিতে হবে।
উপরের বিষয়গুলো মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।
★ গ্রুপে মোডারেট নিতে হলে তার রিয়াল এন আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের কপি দেখে নিবেন, আইডি নাম এবং জন্মতারিখ ফেসবুক আইডির সাথে হুবহু মিল থাকতে হবে।
★ কাজের অভিজ্ঞতা কতোটুকু পরীক্ষা নিয়ে নেবেন, ফেসবুক স্ট্যান্ডার্ড কমিউনিটি রুলস সম্পর্কে ধারনা আছে কীনা, ফেসবুক কোন ধরনের পোস্ট গ্রহণ করে, এবং কোন ধরনের পোস্টে আপত্তি করে সে বিষয়ে ধারনা আছে কীনা জেনে নেবেন।
★ পোস্ট এপ্রুভ আর ডিলিট করার কাজটি মোডারেট হলে যে কেউ করতে পারে, পরীক্ষা করে নিন কতোটা দ্রুত গতিতে নিজের বিবেক বুদ্ধি অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানসম্মত পোস্ট এপ্রুভ এবং আপত্তিকর পোস্ট ডিলিট করে পেন্ডিং ক্লিয়ার রাখতে পারে।
★ বাচাল, ঝগড়াটে, কম শিক্ষিত, বেয়াদব টাইপের কাউকে গ্রুপে নিবেন না।
★ নতুন মোডারেট নিয়ে তাকে দুই মাস অবজারভেশনে রাখুন কাজ সন্তোষজনক হলে এডমিন প্যানেল চ্যাটে এড করবেন,
তার আগে চ্যাটে এড করবেন না।
★ শর্ত সাপেক্ষে মোডারেট নিবেন, শর্ত একটাই, কাজ সন্তোষজনক হলে গ্রুপে পার্মানেন্ট করবেন অন্যথায় বিনা কৈফিয়তে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দিবেন।
★ এখন সিস্টেম অনুযায়ী এডমিন মোটারেট দের একটিভির উপর গ্রুপের স্থায়ীত্ব নির্ভর করে, তাই কোনরকম ভুল কাজ গাফিলতি কোনমতেই ছাড় দেয়া যাবেনা।
#বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ গ্রুপ গুলোর প্রতি যে কঠোর মনোভাব পোষণ করছে তাতে কয়েকমাস পর আদৌ কোন গ্রুপ ফেসবুকে থাকবে কীনা ভাবার বিষয়। তবুও যারা গ্রুপ না চালালে পেটের ভাত হজম হবেনা, তারা ১০০% সাবধানতার সাথে গ্রুপ পরিচালনা করবেন।
অটো এপ্রুভাল সুবিধা দেয়া কোন মেম্বারগণ সুবিধার অপব্যবহার করলে তাদের অটো এপ্রুভাল পাওয়ার বাতিল করে দিন। অটো মেম্বাদের উপর ভরসা করে তাদের উপর গ্রুপ ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকবেন এমন ভাবার সুযোগ নেই। এখন থেকে গ্রুপের পিছনে এডমিন মোডারেট দের গায়ে খাটতে হবে।
নইলে গ্রুপ চালানোর চিন্তা বাদ দিতে হবে।
উপরের বিষয়গুলো মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।
COMMENTS