★ আপনি অনলাইনে এসে প্রথমেই গ্রুপের পোষ্ট পেন্ডিং এ দেখবেন। কোন পোষ্ট থাকলে এপ্রুভ/ডিলেট করে পেন্ডিং ক্লিয়ার করবেন। ২০ মিনিট আগের পোষ্ট...
★ আপনি অনলাইনে এসে প্রথমেই গ্রুপের পোষ্ট পেন্ডিং এ দেখবেন। কোন পোষ্ট থাকলে এপ্রুভ/ডিলেট করে পেন্ডিং ক্লিয়ার করবেন। ২০ মিনিট আগের পোষ্ট বেছে এপ্রুভ/ডিলেট করবেন। ২০ মিনিটের বেশি সময় ধরে পেন্ডিং এ থাকা সব পোষ্ট ডিলেট করে দিবেন। পেন্ডিং সব সময় ক্লিয়ার রাখবেন।
★ গ্রুপে কোন পেজের, সাইটের বা টাইমলাইন এর শেয়ার পোষ্ট বা লিংক সহ কোন পোষ্ট পেন্ডিং বা ওয়ালে থাকলে সরাসরি ডিলেট করবেন।
★ পবিত্র কুরআন, কাবা শরীফ, রাসূলুল্লাহ (সাঃ) এসব বিষয়ের সাথে তুলনা করে কোন পোষ্ট, রাজনৈতিক কোন পোষ্ট, নারী জাতিকে অপমান করে কোন পোষ্ট গ্রহণ করবেন না।
★ সেলিব্রেটি, পরিচিত ব্যক্তি এবং খেলোয়ার ছাড়া কারো কোন সেলফি বা লোকাল ছবি সহ পোষ্ট গ্রহণ করবেন না।
★ উলঙ্গ বাচ্চাদের ছবি, প্রাপ্ত বয়স্ক নারী পুরুষদের খোলা মেলা দেহের ছবি গ্রহণ করবেন না।
★ একজন যে পোষ্ট করেছে, সেই পোষ্ট পরে কেউ কপি পোষ্ট করলে তা গ্রহণ করবেন না।
★ ওয়ালে প্রতিটি পোষ্টের কমেন্ট শুরু থেকে শেষ কমেন্ট পর্যন্ত চেক করবেন। কোন বাজে কমেন্ট, কোন পেজ, সাইটের, কিংবা পর্ণো লিংক পেলে সেই লিংক ডিলেট সহ সেই মেম্বারদের গ্রুপ থেকে ব্লক/রিমুভ করবেন। নিজে ব্লক রিমুভ করতে না পারলে সিনিয়র এডমিনদের কে কমেন্টে ম্যানসন করবেন।
★ একই বিষয় নিয়ে গণহারে পোষ্ট হলে তা গ্রহণ করবেন না।
★ কোন মেম্বার ১ ঘন্টা সময়ের মধ্যে একাধিক পোষ্ট করলে তা গ্রহণ করবেন না। প্রতি পোষ্টে কমপক্ষে এক ঘন্টা ব্যবধান রাখবেন।
★ কাটা ছেঁড়া, রক্তাক্ত, বিকলাঙ্গ, অসুস্থ, আত্মহত্যা জনিত কোন পোষ্ট গ্রহণ করবেন না।
★ কারো পোষ্ট করা ছবির উপর কোন পেজ, সাইট, বা লিংক থাকলে গ্রহণ করবেন না।
★এডমিন রা নিয়মিত শিক্ষণীয়, ভালোমানের পোষ্ট করবেন। কোন পেজের পোষ্ট কপি করবেন না, নিজের লেখা সৃজনশীল পোষ্ট দেয়ার চেষ্টা করবেন।
★ এডমিনরা সবাই সবার প্রতি সন্মান জনক আচরণ করবেন। কোন মেম্বার কোন এডমিনের সাথে দুর্ব্যবহার করলে তাকে ধৈর্যের সাথে বুঝিয়ে বলুন। তার ভুল ভাঙ্গার সময় দিন,তাকে ব্লক রিমুভ করবেন না, তার সাথে দুর্ব্যবহার করবেন না।
★ গ্রুপের ওয়াল বার বার চেক করবেন। আপত্তিকর পোষ্ট পেলে তা রিমুভ করে দেবেন।
★ কোন কিছু বুঝতে অসুবিধা হলে, সিনিয়র এডমিনদের সাথে চ্যাটে আলোচনা করুন, না বুঝলে একা কোন বিষয়ে সিদ্ধান্ত নিবেন না।
🔔আশা করি বিষয় গুলো খেয়াল রাখলে একজন ভালো এডমিন হতে পারবেন।
আমি গ্রুপের এডমিন হয়েও অন্য একজনবন্ধু মনে করে আমার ফেসবুক গ্রুপে জয়েন হও প্লিজ
উত্তরমুছুনhttps://www.facebook.com/groups/446435999633659/
কে নিয়োগ করতে পারিনা
গ্রুপে মেম্বার কে মিউট কিভাবে করে এবং ব্লক কিভাবে করে সেটা জানতে চাই।
উত্তরমুছুন